বিগত দুই সপ্তাহ থেকে রোনাল্ডো যেমন নিজের পুরনো ফর্ম খুঁজে পেয়েছেন সেটাই কার্যত ফুটবল বিশ্বে আবারো আলোচনা প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরে নিজেকে নতুন ভাবে খুঁজে পেতে তিনি যে সফল তা তিনি পরপর দুই ম্যাচে বুঝিয়ে দিলেন। ২৫ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগ এর ম্যাচে দামাক(DAMAC) এর বিরুদ্ধে অনবরত তিনটি গোল করে আলোচনার শিরোনামে আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিছুদিন পূর্বে শুধু সমালোচনার অংশ রূপেই তার প্রসঙ্গে উঠে আসত। কিন্তু তার পুরোনো ফর্ম কার্যত সমালোচকদের মুখে কুলুপ বেঁধে দিয়েছে। এদিন করা তার ৩ টি গোল [১৮মিনিট(পেনাল্টি),২৩ মিনিট,৪৪ মিনিট], তার ক্যারিয়ারের ৬২ তম হ্যাটট্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে।
অবশ্য তিনি তার হ্যাটট্রিক প্রথমার্ধে কমপ্লিট করে নিলেও, দ্বিতীয় আর্ধে অর্থাৎ হাফটাইমের পরে আরো একটি গোল করতে সক্ষম হয়েছিলেন যেটি পরে অফ সাইডের জন্য বাতিল হয়ে যায়। এছাড়াও তার অন্য বদ্ধ পাশগুলি তার সতীর্থদের খেলার মনোযোগ যুগিয়ে ছিল। পরবর্তীতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এ ফর্ম কতটা দীর্ঘস্থায়ী হয় সেটাই এখন দেখার। তবে তার পরপর এই দুই ফর্মে, তার ফ্যানেরা যে পুরনো খুশির নতুন করে উপভোগ করার আনন্দ পেয়েছে তা নিশ্চয়ই অস্বীকার করা যায় না।