আম না কি? আমের আদলে ডিম|
জঙ্গিপুরে রঘুনাথগঞ্জের একটি মুদিখানার দোকান ‘জ্যোতি স্টোর্সে’ পাওয়া গেল এক আজব ডিম।
দোকানের মালিক জানিয়েছেন তিনি এদিন সকালে ডিম বিক্রীর জন্য ডিম বাছাই করছিলেন, সেই মুহূর্তে তার চোখে পড়ে এই আজব ডিম।দোকানের মালিক তথা আসিফ আলি জানিয়েছেন “এ ধরনের ডিম দেখতে পেয়ে আমি আপ্লুত” তিনি যে ডিমের আকৃতিতে আমের ছায়া খুঁজে পেয়েছেন তা নিয়ে তিনি বেজায় খুশি আছেন।
ডিমটি তিনি খাবেন না বিক্রি করে দেবেন এ ব্যাপারে প্রশ্ন করায় তিনি উত্তর দেন- “এ বিষয়ে আমি কিছু ভাবিনি, তবে ডিমটা যতদিন আমার কাছে রেখে দেওয়া সম্ভব সেটাই চেষ্টা করে যাবো।”
তার এক প্রতিবেশী গফুর সাহেব তাকে এই ডিমের দাম 500 টাকা বলে নেয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু তিনি মুচকি হাসি দিয়ে সেটি দিতে চাননি বরং তিনি মনে করেন এই ডিমের দাম যদি দিতে হয় তাহলে সেটা হতে হবে কমপক্ষে পাঁচ হাজার টাকা।
এই ডিমের নামকরণের জন্য তাকে জিজ্ঞেস করায় তিনি, ডিমকে যেহেতু অনেকে আন্ডা বলেন এবং আম এর যুগ্ম প্রভাবে এটির নামকরণ করেছেন- “আম-ডা”। আপনাদের মতে এই ডিমের দাম কত হওয়া উচিত? আর দোকান মালিক যে দামটি রেখেছেন তিনি কি তার থেকেও বেশি পেতে পারেন? এ ব্যাপারে মতামত পোষন করুন।