রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার|
বর্তমানে 2025 সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গ সরকার ,রেশন কার্ডের পরিষেবা আরো উন্নত ও সচ্ছল করার উদ্দেশ্যে জনসাধারণকে মোবাইল নাম্বার লিঙ্ক করার আদেশ দিয়েছে।
যেহেতু সাধারণ মানুষ তাদের প্রাপ্য রেশন কার্ড এর মাধ্যমে অধিকৃত ও পরিমাণমতো রেশন যাতে পেতে পারে এবং তার আপডেট যাতে তাদের ফোনে চলে যায়, সেই বিষয়টিকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
যে সকল রেশন কার্ড হোল্ডার তাদের রেশন কার্ডে এখনো মোবাইল নম্বর লিঙ্ক করান নি তারা অতিসত্বর মোবাইল নম্বর লিঙ্ক করে ফেলুন। কারণ ২০২৫ সালের নিয়ম অনুযায়ী, রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না করলে আপনার রেশন পেতে অসুবিধা হতে পারে।
সরাসরি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে এই লিংকে ক্লিক link mobile করুন।