২৭ তারিখে লিগ ১ টুর্নামেন্টে পিএসজি ও মার্সেলই এর খেলায় কার্যত মার্সিলিকে, পিএসজি হাফ টাইমেই কুপোকাত করে ছেড়েছে। এদিন প্যারিসের ফরওয়ার্ড থেকে শুরু করে ডিফেন্স ও স্ট্রাইকার প্রত্যেকেই দারুন ছন্দে খেলাধুলা করেছেন। প্রথমার্ধের প্রথম ২৫ মিনিটের মধ্যে এমবাপের দুরন্ত শটে পিএসজি ১-০ গোলে এগিয়ে যায়। এর কয়েক মিনিটের মধ্যেই ২৯ মিনিটে এমবাপের পাশ থেকে সৌন্দর্যপূর্ণ গোল করেন লিওনেল মেসি। এরপরে কার্যত মার্সেলই আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং হাফটাইমের পরে ৫৫ মিনিটে এমবাপের করা দুর্দান্ত গোলটি প্যারিসের জয় নিশ্চিত করে এবং মার্সেলই এর খেলোয়ারদের কার্যতা চুপ করিয়ে দেয়।অবশেষে খেলার ফলাফল ৩-০, যা পিএসজিকে নতুন শক্তি জুগিয়েছে।
এমবাপে যেমন যুব স্ট্রাইকার হিসেবে বিশ্বকাপের পর থেকে প্রতিনিয়ত নাম কামিয়ে চলেছে, ঠিক তেমনি মেসি প্যারিস ক্লাবের এমবাপেকে দুরন্ত এসিস্ট দিয়ে তার তীব্র ফার্মকে বজায় রাখতে সাহায্য করেছে। এদিন করা এমবাপের দুটি গোলই এসেছে মেসির দুরন্ত পাস থেকে। এবং অপরদিকে মেসি যে গোলটি করেছেন সেটি এসেছে এমবাপের দুরন্ত পাস থেকে। একদিন থেকে বলা যায় এই ম্যাচে এমবাপে ও মেসি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। তবে পিএসজি ক্লাবের এখনো অনেক বড় প্রতিপক্ষকে জয় করার মতো বড় বড় ক্লাব সামনে দাঁড়িয়ে আছে। এখন এমবাপে-মেসি দ্বৈরথ কতটা কার্যকরী হয়ে দাঁড়ায় এই ক্লাবের জন্য এখন এটাই দেখার।