বাংলা শস্য বীমা যোজনা আবেদনের যোগ্যতা

বাংলা শস্য বীমা যোজনা আবেদনের যোগ্যতা

  1. কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. কৃষককে অবশ্যই কোন ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকতে হবে।
  3. পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ঋণ গ্রহনকারী সকল কৃষক ও মজুর বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা লাভ করতে পারে।
  4. আবার অন্য ক্ষেত্রে যে সকল কৃষক ঋণ গ্রহন করেননি তারাও এক্ষেত্রে আবেদনের যোগ্য।
  5. যেহেতু প্রত্যেক কৃষক তাদের ফসল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তারপরে তারা সেই ক্ষতিগ্রস্ত ফসলের ভরতে কি পান, তাই ভর্তু কি পেতে হলে সেই কৃষককে ক্ষতিগ্রস্থের যথাযথ প্রমাণ দিয়ে আবেদন করতে হবে।
  6. আবেদন করে কৃষক কে ঋণ নিয়ে ব্যাংক খেলাপি (টাকা শোধ না দেওয়া) হওয়া উচিত না।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  • পরিচয় প্রমাণ: প্যান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টিটি কার্ড ইত্যাদি।
  • ঠিকানার প্রমাণ: প্যান কার্ড, বৈধ পাসপোর্ট, ইউটিলিটি বিল,
  • ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী.
  • আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি।
  •  আবেদনকারীদের স্বাক্ষর যাচাইকরণ
  •  কৃষক আইডি প্রুফ
  •  জমির পরিমাপের দলিল
  •  ফসলের ব্যর্থতার পরিমাণ সম্পর্কিত নথি
  •  বিদ্যমান ঋণ এবং পরিশোধের ট্র্যাক রেকর্ডের বিশদ বিবরণ
  • প্রয়োজনে অন্য কোনো নথি

বাংলা শস্য বীমা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বিমান প্রদানকারী কোম্পানি:-ভারতীয় কৃষি বিভা কোম্পানি অর্থাৎ AIC

যে সকল জেলাগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে:-দার্জিলিং, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা।

প্রিমিয়ামের পরিমাণ 

WB রাজ্য সরকারের ঘোষণা হিসেবে হিসাবে কৃষকদেরকে বিনামূল্যে সম্পূর্ণ প্রিমিয়াম দিতে হবে।

বীমার জন্য কভার করা ফসল 

আমন ধান, আউশ ধান, পাট এবং ভুট্টাকে কভার করার জন্য পশ্চিমবঙ্গে BSB প্রকল্প।

বাংলা শস্য বীমা আবেদন পদ্ধতি

এই Bangla Shasya Bima Prakalpa এর এপ্লিকেশন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. বাংলা শস্য বীমা আবেদন ফর্ম : প্রথমে আপনাকে এই প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে বের করুন।

  2. তারপর, ফর্ম এ কৃষকের নাম ও ঠিকানা লিখুন।

  3. ভোটের কার্ড এর নম্বর লিখুন।

  4. জেলা ও গ্রামের বা মৌ

Leave a Comment