গ্রামীণ ডাক সেবক পদে নতুনভাবে নিয়োগ

গ্রামীণ ডাক সেবক পদে নতুনভাবে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তাদের শূন্য পদের সংখ্যা ৪০৮৮৯ এবং আবেদন শুরু হচ্ছে ২৭ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।এখন আমরা গ্রামীণ ডাক সেবক সম্পর্কিত কিছু বিশেষ গুরুত্বপূর্ণ পদ অনুযায়ী যোগ্যতার বিষয়গুলি দেখে নেব।

  1. আবেদনকারী কে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
  2.  আবেদনকারী কে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  3.  আবেদনকারী কে সাইকেল চালাতে জানতে হবে।
  4. আবেদনকারী কে ঐচ্ছিক বিষয় হিসাবে কম্পিউটার শিক্ষার জ্ঞান থাকতে হবে।
  5.  সর্বোপরি নিজ নিজ এলাকা ভুক্ত পোস্ট অফিসে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
  6. এজন্য আবেদন করার পূর্বে, আবেদনকারীরা অবশ্যই নিজ নিজ এলাকার শূন্য পদ গুলি দেখে নিয়ে তারপরে আবেদন করতে পারেন।

সরাসরি আবেদন করতে এই লিংকে  Apply now  ক্লিক করুন

অন্যান্য তথ্য:-

  • আবেদনকারী কে অবশ্যই একটি মোবাইল নম্বর ও বৈধ ইমেইল আইডির সঙ্গে আবেদন করতে হবে।
  • আবেদন সম্পূর্ণভাবে সফল করার পূর্বে শেষবারের মতো ভুলক্রুটি চেক করে নিতে হবে।
  • ওয়েবসাইটে বর্ণিত সাইজ অনুযায়ী ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
  • আবেদন করার সময় অবশ্যই আবেদনকারী কে নোটিশ দেখে কোথায় কোথায় আবেদন করবেন তা ঠিক করে রাখতে হবে।

আবেদনকারীদের জন্য বর্ধিত ফি:-

পুরুষ ও ওবিসি এর ক্ষেত্রে ১০০ টাকা ফি ধার্য করা হয়েছে। বাকি মহিলা ,এস সি ,এস টি ও ট্রান্সজেন্ডার আবেদনকারীদের জন্য আবেদন ফি মুকুব করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি:-

সফলভাবে আবেদন করার পরে মেরিট অনুযায়ী সফল আবেদনকারীদের ডাকা হবে এবং যে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল-

  • অরিজিনাল মার্কশিট
  • অরিজিনাল জাতিসংশাপত্র
  • যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে অরিজিনাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট।
  • ট্রান্সজেন্ডার সার্টিফিকেট শুধুমাত্র ট্রান্সজেন্ডার আবেদনকারীদের জন্য।
  • অরিজিনাল জন্ম তারিখের প্রমাণপত্র।
  • মেডিকেল সার্টিফিকেট যা সরকারি হাসপাতাল থেকে গৃহীত হলে বৈধ বলে গণ্য হবে।

Leave a Comment